Last Updated: Wednesday, May 23, 2012, 17:32
সিয়াচেনে সেনাবাহিনীর হেলিকপ্টার ভেঙে মৃত্যু হল এক পাইলটের। বুধবার এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সহকারী পাইলট। এদিন রুটিন উড়ানে বেরিয়েছিল চিতা হেলিকপ্টারটি। ভিম সেনাচৌকিতে রসদ নামিয়ে ওড়ার কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে হেলিকপ্টারটি।