Last Updated: Saturday, July 28, 2012, 14:30
রাজীব দাসের হত্যাকাণ্ডের পরও বদলায়নি ছবিটা। শুক্রবার রাত বারাসত স্টেশনের সামনে ফের ইভটিজিংয়ের শিকার হলেন এক দ্বাদশ শ্রেণির ছাত্রী। টিউশন থেকে ফেরার পথে দু-তিনজন দুষ্কৃতী ওই ছাত্রীর পিছু নিয়ে উত্যক্ত করতে থাকে। স্টেশনের কাছে এসে ছাত্রীটি তাঁর বাবাকে ফোন করে।