Last Updated: Thursday, March 1, 2012, 18:08
ইএফআর-সিআইএফ সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল পশ্চিম মেদিনীপুরের সালুয়া। দুই বাহিনীর সংঘর্ষের জেরে সালুয়ায় সিআইএফের দুটি ক্যাম্পে ভাঙচুর করে জিনিসপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সিআইএফের চারটি গাড়িতেও।