Last Updated: Wednesday, March 7, 2012, 22:13
ধর্মঘটের দিন গরহাজির সরকারি কর্মীদের শোকজ করা হবে। আজ অর্থ দফতরের তরফে এ সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, যানবাহন না পেয়ে অফিসে আসতে পারেননি, এমন অজুহাত কর্মীরা দেখালে তা গ্রাহ্য হবে না।