Last Updated: Monday, July 15, 2013, 14:08
একাদশ শ্রেণির পাঠ্যপুস্তক ছাপা এবং বিক্রি নিয়ে আজও অচলাবস্থা কাটল না। রাজ্যের দেওয়া সমাধান সূত্র মানতে রাজী হয়নি প্রকাশনা সংস্থা। ফলে বহাল রইল হাইকোর্টের স্থগিতাদেশ। সমাধান সূত্র খুঁজতে আদালতের কাছে আরও একদিন সময় চেয়েছেন অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায়।