coal india not to hi - Latest News on coal india not to hi| Breaking News in Bengali on 24ghanta.com
আপাতত বাড়ছে না কয়লার দাম

আপাতত বাড়ছে না কয়লার দাম

Last Updated: Wednesday, February 1, 2012, 17:02

কয়লার দাম আপাতত বাড়াচ্ছে না কোল ইন্ডিয়া। তবে সরাসরি দাম বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত রাখার কথা ঘোষণা হয়নি। আমদানি করা কয়লার নতুন করে মূল্য নির্ধারণের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।