coalition politics o - Latest News on coalition politics o| Breaking News in Bengali on 24ghanta.com
জোটের জটে দিগভ্রান্ত সরকার, কবুল করলেন প্রণব মুখোপাধ্যায়

জোটের জটে দিগভ্রান্ত সরকার, কবুল করলেন প্রণব মুখোপাধ্যায়

Last Updated: Wednesday, October 19, 2011, 17:37

জোট রাজনীতির দুর্বহ বাধ্যবাধকতার জেরেই আর্থিক সংস্কারের পথে হাঁটতে পারছে না মনমোহন সিং সরকার। বুধবার একথা স্বীকার করে নিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার দ্বিতীয় গুরুত্বপূর্ণ সদস্য প্রণব মুখোপাধ্যায়।