condolence programme - Latest News on condolence programme| Breaking News in Bengali on 24ghanta.com
সুনীল আবেগে ভেসে কেঁদে ফেললেন সৌমিত্র

সুনীল আবেগে ভেসে কেঁদে ফেললেন সৌমিত্র

Last Updated: Wednesday, November 7, 2012, 22:16

কে বলে তিনি নেই। উত্সবের আলো ফিকে করে এই তো সেদিন চলে গেলেন তিনি। তবু তাঁর ছায়া যেন ক্রমেই দীর্ঘ হচ্ছে বাঙালির মননে। তাঁর লেখনীর সঙ্গে জড়িয়ে রয়েছে আমবাঙালির আশৈশব স্মৃতি। আর যাঁরা কাছের, তাঁদের স্মৃতিতে স্বজন হারানোর বেদনা। তাঁরই গড়া বুধসন্ধ্যার আসরে তাঁর কথা বলতে গিয়ে চোখের জল বাঁধ মানলো না সৌমিত্র চট্টোপাধ্যায়ের। পরিপূর্ণ দর্শক আসনেও কোথাও তিনি নেই।