Last Updated: Thursday, June 6, 2013, 20:44
ফিক্সিং কান্ডে জেরবার বিসিসিআই নতুন সচিব বেছে ফেললেও বাকি থেকে গেল নতুন কোষাধ্যক্ষ নিয়োগের কাজ। বৃহস্পতিবার বোর্ডের কার্যনির্বাহী প্রধান জগমোহন ডালমিয়া ঘোষনা করেন সঞ্জয় জাগদালের জায়গায় নতুন সচিব হচ্ছেন বরোদার সঞ্জয় প্যাটেল। কেরলের টি বেঙ্কটেশের নাম কোষাধ্যক্ষ পদে শোনা গেলেও এখনও কিছু চূড়ান্ত হয়নি বলে জানান ডালমিয়া।