constable tarak das - Latest News on constable tarak das| Breaking News in Bengali on 24ghanta.com
এবার তৃণমূল কর্মীকে পিটিয়ে সাসপেন্ড তারক দাস

এবার তৃণমূল কর্মীকে পিটিয়ে সাসপেন্ড তারক দাস

Last Updated: Saturday, April 28, 2012, 20:51

তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগে সাসপেন্ড করা হল মেটিয়াবুরুজ থানার পুলিস কনস্টেবল ও সক্রিয় তৃণমূল কর্মী তারক দাসকে। শনিবার তারক দাসের বিরুদ্ধে ডিসি (বন্দর) মেহবুব রহমানকে রিপোর্ট দেন তাঁর বিরুদ্ধে পাটুলি থানার ওসি। সেই রিপোর্টের ভিত্তিতেই তারক দাসকে সাসপেন্ড করা হয়েছে।