Last Updated: Wednesday, December 5, 2012, 14:50
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদালত অবমাননার মামলার শুনানির দিন ধার্য হয়েছে আগামী শুক্রবার। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রতাপ রায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে। বিধানসভার এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিচার ব্যবস্থা ও বিচারপতিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এই নিয়ে কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। হাইকোর্টের তত্কালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্তের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি চলে।