Last Updated: Saturday, July 28, 2012, 10:54
শেষ পর্যন্ত ডিএনএ পরীক্ষার রিপোর্ট মেনে নারায়ণদত্ত তিওয়ারিকেই রোহিত শেখরের জন্মদাতা পিতা(বায়োলজিক্যাল ফাদার) বলে মেনে নিল দিল্লি হাইকোর্ট। এ ব্যাপারে তিওয়ারি বক্তব্য খারিজ করে শুক্রবার আদালত দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে, উত্তরাখণ্ডের ৮৭ বছরের কংগ্রেস নেতাই উজ্জ্বলা শর্মার ছেলে রোহিতের বাবা।