Last Updated: Monday, January 27, 2014, 21:12
মহিলাদের মধ্যে সুন্দর হতে ছুরি-কাঁচির ওপর ভরসা করার ইতিহাস এখন বহু পুরনো। আরও সুন্দর হতে ঈশ্বরদত্ত সৌন্দর্যের ওপর কারিকুরি চালিয়েছেন শ্রীদেবী, মাধুরী থেকে বিদ্যা বালন, প্রীতি জিন্টা, বিপাশা বসু কমবেশি সকলেই। তবে সমীক্ষা বলছে মহিলাদের ছাপিয়ে গিয়ে সুন্দর হওয়ার দৌড়ে এখন কসমেটিক সার্জনদের কাছে ছুটছেন পুরুষরাই। সুন্দর চেহারা নাকি ভাল কেরিয়ার তৈরিতে সাহায্য করে।