cpim panchayet prepa - Latest News on cpim panchayet prepa| Breaking News in Bengali on 24ghanta.com
পঞ্চায়েত নির্বাচন : হিংসার আশঙ্কায় আগাম প্রস্তুতি শুরু সিপিআইএমের

পঞ্চায়েত নির্বাচন : হিংসার আশঙ্কায় আগাম প্রস্তুতি শুরু সিপিআইএমের

Last Updated: Friday, June 1, 2012, 14:58

বেশ কয়েকটি জেলায় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল বামেরা। নির্বাচনে লড়াই করার জন্য কৃষকের ইস্যুকেই হাতিয়ার করে মাঠে নামতে চায় তারা। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার ধামাখালিতে এক জনসমাবেশে সিপিআইএমের দুই নেতা কান্তি গাঙ্গুলি ও রেজ্জাক মোল্লা রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন।