Last Updated: Saturday, March 3, 2012, 10:29
বীরভূমের নানুরে খুন হলেন এক সিপিআইএম সমর্থক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার বিকেলে নানুরের বঙ্গছত্র বাজারে গিয়েছিলেন সাগর মেটে। সেসময় ৩টি বাইকে করে একদল দুষ্কৃতী এসে তাঁকে জোর করে তুলে নিয়ে চলে যায়। এরপর থেকেই তার কোনও খোঁজ ছিল না।