cpim worker attacked - Latest News on cpim worker attacked| Breaking News in Bengali on 24ghanta.com
বেলঘরিয়ার পর এবার কাশীপুরে আক্রান্ত সিপিআইএম,মিডিয়া, পুলিসও

বেলঘরিয়ার পর এবার কাশীপুরে আক্রান্ত সিপিআইএম,মিডিয়া, পুলিসও

Last Updated: Sunday, May 11, 2014, 12:34

উত্তর কলকাতার কাশীপুরে আক্রান্ত হলেন সিপিআইএমের লোকাল কমিটির সম্পাদক কল্যান সমাজদার। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আজ সকালে অসুস্থ ছেলের ওষুধ কিনতে বেড়িয়েছিলেন তিনি। অভিযোগ তখনই বাইক নিয়ে জনা দশেক দুষ্কৃতী তাঁকে তাড়া করে।