Last Updated: Tuesday, July 31, 2012, 15:53
উত্তর-পূর্বাঞ্চলের গ্রিড বিকল হয়ে যাওয়ায় গোটা রাজ্যে দেখা দিয়েছে চরম বিদ্যুত বিপর্যয়। কলকাতার বিস্তীর্ণ এলাকা বিদ্যুত্হীন। জরুরি পরিস্থিতিতে সরকারি অফিসে ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পুরসভাকে জরুরি ভিত্তিতে পরিষেবা স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।