Last Updated: Thursday, July 11, 2013, 21:29
গতকালের পর আজ ফের আর এক ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। জেলবন্দী কোনও ব্যক্তি আর নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করতে পারবেন না বলে জানিয়ে দিল শীর্ষ আদালত। ভারতীয় রাজনীতী থেকে দুর্বৃত্তায়ন রোধে গতকাল শীর্ষ আদালত জানিয়েছিল আদালত দ্বারা দোষি ঘোষিত কোনও ব্যক্তির সাংসদ বা বিধায়ক পদ খারিজ করা হবে।