Last Updated: Wednesday, July 2, 2014, 22:20
আগুন দামে বিকোচ্ছে আলু, পেঁয়াজ। খরচ সামলাতে তাই ডেলিভার চার্জ মাসে ১০০ টাকা বাড়িয়ে দিল মু্ম্বই ডাব্বাওয়ালারা। মুম্বই ডাব্বাওয়ালা অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি রঘুনাথ মেজ পিটিআইকে জানিয়েছেন, "আমরা গ্রাহকদের অনুরোধ করছি এই মূল্যবৃদ্ধির সময় আমাদের সঙ্গে সহযোগিতা করতে।