Last Updated: Friday, July 5, 2013, 18:56
দানিশ কানোরিয়াকে আজীবন নির্বাসিত করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। দুহাজার নয় সালে কাউন্টি ক্রিকেটে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে কানেরিয়ার বিরুদ্ধে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড অভিযোগের তদন্ত করে দুহাজার দশ সালে তাঁকে আজীবন নির্বাসিত করে।