Last Updated: Friday, June 15, 2012, 08:43
রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে জাতীয় রাজনীতিতে তুমুল অনিশ্চয়তার আবহের মধ্যেই উপনির্বাচনের ফলাফলে বড় ধাক্কা খেল কংগ্রেস। অন্ধ্রপ্রদেশে জগনমোহন রেড্ডির নেতৃত্বাধীন ওয়াইএসআর কংগ্রেসের পক্ষে ওঠা প্রবল ঝড়ের মুখে মুখ থুবড়ে পড়েছে সোনিয়া গান্ধীর দল। আর প্রধান বিরোধী দল তেলুগু দেশম আক্ষরিক অর্থেই নিশ্চিহ্ন হয়ে গেছে এই ভোটে।