Last Updated: Saturday, September 8, 2012, 18:14
পাকিস্তানে সফররত বিদেশমন্ত্রী এসএমকৃষ্ণা নিউ জার্সিতে বাঙালি দম্পতির কাছ
থেকে শিশু কেড়ে নেওয়ার ঘটনায় উদ্বেগপ্রকাশ করলেন। ২৪ ঘন্টাকে দেওয়া
একান্ত সাক্ষাত্কারে বিদেশমন্ত্রী এসএমকৃষ্ণা জানান, "পাকিস্তান সফর শেষে
দেশে ফিরেই তিনি এই বিষয়ে ব্যবস্থা নেবেন।"