Last Updated: Wednesday, August 1, 2012, 18:57
অলিম্পিক থেকে ছিটকে গেলেন বিশ্বের একনম্বর তিরন্দাজ দীপিকা কুমারী। সেইসঙ্গে শেষ হয়ে গেল তিরন্দাজিতে ভারতের পদক জয়ের আশাও। এলিমিনিশেন রাউন্ডে গ্রেট ব্রিটেনের অ্যামি অলিভারের কাছে ২-৬ পয়েন্টে হেরে এবারের মত অলিম্পিক থেকে বিদায় নিলেন দীপিকা কুমারী।