Last Updated: Thursday, August 22, 2013, 15:31
আর পাঁচটা বাছুরের মত নিয়ম মেনেই সেও এসেছে পৃথিবীতে। তবে তাকে নিয়ে বিশ্বের মাতামাতিটা অনেক বেশি। দুটো দেহ, আটটা পা আর চারটে কান থাকা সদ্যজন্ম নেওয়া সেই বাছুরটার তখন চক্ষু চড়কগাছ। এত মানুষ কেন! আসলে সবাই যে তাকে দেখছে। অনেকে ছবিও তুলছে।