delhi dare devils - Latest News on delhi dare devils| Breaking News in Bengali on 24ghanta.com
অধিনায়কত্ব কাঁটার মুকুট মানেন না সেওয়াগ

অধিনায়কত্ব কাঁটার মুকুট মানেন না সেওয়াগ

Last Updated: Sunday, March 31, 2013, 20:28

তিনি স্বেচ্ছায় দিল্লি ডেয়ার ডেভিলসের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। নিন্দুকে বলতে শুরু করেছিল নিজের পরতি ফর্ম পুনঃরুদ্ধার করতেই অধিনায়কত্বের বাড়তি বোঝা ঝেড়ে ফেললেন। কিন্তু নিজের পরিচিত স্টাইলেই সব সমালোচনা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়ে বীরেন্দ্র সেওয়াগ জানালেন, অধিনায়ত্বের সঙ্গে তাঁর ফর্মের কোনও সম্পর্কই নেই।