Last Updated: Friday, March 1, 2013, 18:55
আবার ধর্ষণের অভিযোগ রাজধানীতে। এবার শিকার ৭ বছরের এক স্কুল ছাত্রীর। দিল্লির মঙ্গলপুরী এলাকার একটি সরকারি স্কুলে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। শিশুটিকে সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করানো হলে প্রায় ৪০০ জন জনতা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে পুলিস উপস্থিত হলে তাঁদের লক্ষ্য করে উট ছোড়া হয়। ভাঙচুড় করা হয় দু`টি বাস। ঘটনা সামলাতে লাঠি চার্জ করে পুলিস।