Last Updated: Friday, April 27, 2012, 15:33
রাজনীতির চেনা ছক মেনেই এবার পি চিদাম্বরমের বিরুদ্ধে এয়ারসেল-ম্যাক্সিস চুক্তি সংক্রান্ত দুর্নীতির অভিযোগ নিয়ে সংসদে সরব হলেন বিরোধীরা। এদিন সংসদের দুই কক্ষেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি তোলে বিজেপি, জনতা দল (ইউনাইটেড), তেলুগু দেশম-সহ বিরোধী শিবির।