detention - Latest News on detention| Breaking News in Bengali on 24ghanta.com
`দিশাহীন` কেজরিওয়ালকে আটক করল পুলিস

`দিশাহীন` কেজরিওয়ালকে আটক করল পুলিস

Last Updated: Friday, October 12, 2012, 21:24

দিল্লি পুলিসের হাতে আটক হলেন অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার প্রধানমন্ত্রীর বাসভবনে অভিযান করার সময় কেজরিওয়াল ও তাঁর সঙ্গীদের আটক করা হয়। একটি স্বেচ্ছাসেবী সংস্থায় অনিয়মের জেরে অভিযুক্ত কেন্দ্রীয় আইনমন্ত্রী সলমন খুরশিদের পদত্যাদের দাবিতে সরব হয়েছেন কেজরিওয়ালরা।