dgca over kingfisher - Latest News on dgca over kingfisher| Breaking News in Bengali on 24ghanta.com
কিংফিশারকে উড়ানসূচি জমা দেওয়ার নির্দেশ ডিজিসিএ'র

কিংফিশারকে উড়ানসূচি জমা দেওয়ার নির্দেশ ডিজিসিএ'র

Last Updated: Tuesday, February 21, 2012, 12:49

বুধবারের মধ্যে উড়ানের সময়সূচি ডিজিসিএ-র কাছে জমা দেওয়ার জন্য কিংফিশারকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কর্মীদের বকেয়া বেতনের বিষয়ে ডিজিসিএ-কে সংস্থা জানিয়েছে, ডিসেম্বরের বকেয়া বেতন ফেব্রুয়ারির শেষে ও জানুয়ারির বকেয়া বেতন ২০ মার্চের মধ্যে মিটিয়ে দেওয়া হবে।