digital embryo - Latest News on digital embryo| Breaking News in Bengali on 24ghanta.com
গর্ভধারণের আগেই দেখে নিন, জেনে নিন আপনার শিশুকে

গর্ভধারণের আগেই দেখে নিন, জেনে নিন আপনার শিশুকে

Last Updated: Monday, April 14, 2014, 16:26

এবার গর্ভধারণের আগেই আপনি দেখতে পারেন আপনার শিশুকে। গবেষকরা আবিষ্কার করেছেন এমনই এক প্রযুক্তির যার দ্বারা বাবা, মায়ের ডিএনএ-র মিশ্রণে তৈরি করা যাবে ডিজিটাল ভ্রুণ। নতুন এই প্রযুক্তির নাম ম্যাচরাইট টেকনোলজি। কী ধরণের বংশগত রোগ শিশুর মধ্যে সঞ্চারিত হতে পারে তাও জানা যাবে এই পদ্ধতির সাহায্যে।