Last Updated: Friday, July 20, 2012, 19:35
ভারতের প্রথম সুপারস্টারের স্মৃতির উদ্দেশ্য তৈরি হচ্ছে সংগ্রহশালা। মুম্বইয়ে রাজেশ খান্নার বিলাসবহুল বাংলো আর্শীর্বাদকেই পরিণত করা হবে সংগ্রহশালায়। আর এই ব্যাপারে সমস্ত পরিকল্পনাই করছেন তাঁর দুই মেয়ে টুইঙ্কল ও রিঙ্কি খান্না।