Last Updated: Sunday, April 1, 2012, 20:31
প্রশ্নপত্রের পর ভুল মাধ্যমিকের খাতা দেখার নির্দেশিকাতেও। মাধ্যমিকের
প্রথম ভাষা বাংলার খাতা দেখার জন্য মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকাতে রয়েছে
একাধিক ভুল। ফলে, এক প্রকার ভুল মানদণ্ডের বিচারেই এবার নম্বর পাবে
পরীক্ষার্থীরা।