district administrat - Latest News on district administrat| Breaking News in Bengali on 24ghanta.com
জলের ট্যাঙ্কারে তুঘলকি নিষেধাজ্ঞা প্রশাসনের, আতান্তরে গ্রামবাসীরা

জলের ট্যাঙ্কারে তুঘলকি নিষেধাজ্ঞা প্রশাসনের, আতান্তরে গ্রামবাসীরা

Last Updated: Saturday, April 21, 2012, 11:43

কোনওরকম আগাম নোটিস ছাড়াই বীরভূমের মহম্মদবাজার ব্লকে ট্যাঙ্কারের মাধ্যমে পানীয় জল সরবরাহ বন্ধ করে দিল প্রশাসন।  মহম্মদবাজারের বিডিও সম্প্রতি ট্যাঙ্কারে পানীয় জল সরবরাহের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। যদিও কোনও কারণ জানাননি তিনি। আর এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন একাধিক গ্রামের মানুষ।  জীবনধারণের জন্য বালি সরিয়ে মাটির নীচে জলের সন্ধান করছেন তাঁরা।