Last Updated: Monday, June 2, 2014, 20:54
অপারেশন থিয়েটারের মধ্যে নার্সের গায়ে হাত তুললেন চিকিত্সক। তার প্রতিবাদে কর্মবিরতিতে বসেছেন হাসপাতালের অন্যান্য নার্সরা। শনিবার বারানসীর জেলা মহিলা হাসপাতালে ঘটনাটি ঘটেছে। মারের ফলে পা ভেঙে গিয়েছে ওই নার্সের। কোতয়ালি থানায় ওই চিকত্সকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ ও ৩২৫ ধারায় এইআইআর দায়ের করা হয়েছে।