Last Updated: Sunday, July 22, 2012, 21:58
প্রণব মুখোপাধ্যায়ের জয়ের খবরে জেলায় জেলায় উত্সবে মাতলেন কংগ্রেসের নেতাকর্মীরা। কলকাতার ঢাকুরিয়ায় তাঁর প্রতিবেশিরা মাতলেন উত্সবে। বীরভূমের মিরাটিতে তাঁর গ্রামের বাড়ি থেকে মুর্শিদাবাদের জঙ্গিপুরের নির্বাচনী কেন্দ্র। শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ আর আবির খেলার একই ছবি ধরা পড়ল সর্বত্রই।