dock authority - Latest News on dock authority| Breaking News in Bengali on 24ghanta.com
হুমকির পাল্টা আইনি পদক্ষেপের পথে এবিজি

হুমকির পাল্টা আইনি পদক্ষেপের পথে এবিজি

Last Updated: Thursday, November 1, 2012, 18:13

বন্দর কর্তৃপক্ষের হুমকির প্রেক্ষিতে পাল্টা আইনি পদক্ষেপ নিতে চলেছে এবিজি। আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে গতকাল এবিজি জানিয়ে দেয় তারা আর হলদিয়া বন্দরে কাজ করতে চায় না। চুক্তিভঙ্গ করলে এবিজি-কে বন্দর থেকে মালপত্র সরাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বন্দরের চেয়ারম্যান মনীশ জৈন। আগামিকাল কলকাতা হাইকোর্টে চুক্তিভাঙার মামলার শুনানি।