docotors - Latest News on docotors| Breaking News in Bengali on 24ghanta.com
কাজ ফেলে এনআরএসের ইন্টার্নরা সমুদ্র সৈকতে

কাজ ফেলে এনআরএসের ইন্টার্নরা সমুদ্র সৈকতে

Last Updated: Sunday, March 17, 2013, 13:59

কাজ ফেলে দল বেঁধে সমুদ্র সৈকতে বেড়াতে গেলেন নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডাক্তাররা। হাসপাতালের ১২২জন ইন্টার্ন দুদিনের জন্য তাজপুর, মন্দারমণি বেড়াতে চলে গিয়েছেন। শনিবার গভীর রাতে এনআরএস হাসপাতাল থেকে তিনটি ভলভো বাসে রওনা হন তাঁরা। অভিযোগ, ইন্টার্নদের দুদিনের এই ট্যুর স্পনসর করছে তিনটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা।