doctor of Michael Ja - Latest News on doctor of Michael Ja| Breaking News in Bengali on 24ghanta.com
জেলে গেলেন জ্যাকসনের চিকিত্‍সক

জেলে গেলেন জ্যাকসনের চিকিত্‍সক

Last Updated: Wednesday, November 30, 2011, 14:16

শেষ পর্যন্ত সরকারপক্ষের দাবি মেনে মাইকেল জ্যাকসনের চিকিত্সক কনরাড মুরেকে দৃষ্টান্তমূলক শাস্তি দিল মার্কিন আদালত। মাইকেলের মৃত্যুর ঘটনায় কর্তব্যে গাফিলতির দায়ে দোষী সাব্যস্ত কনরাডকে চার বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে লস অ্যাঞ্জেলেস কোর্ট। কর্তব্যে গাফিলতি এবং অনিচ্ছাকৃত মৃত্যুর ক্ষেত্রে এই শাস্তি মার্কিন মুলুকে সর্বোচ্চ।