Last Updated: Thursday, December 26, 2013, 23:49
খরার কবলে রাজ্যের একটা বড় অংশ। জলের কষ্টে চলছে হাহাকার। কিন্তু, তাতে কী? রাজ্যে আনতে হবে পর্যটনের জোয়ার। আর তাই প্রায় দুকোটি টাকা খরচ করে বিধায়করা যাচ্ছেন বিদেশ সফরে। এই নিয়েই এখন সরগরম কর্নাটকের রাজ্য রাজনীতি।