drug dealer - Latest News on drug dealer| Breaking News in Bengali on 24ghanta.com
ড্রাগ কেনার কথা স্বীকার রাম সিংয়ের, বিপাকে বিজেন্দর

ড্রাগ কেনার কথা স্বীকার রাম সিংয়ের, বিপাকে বিজেন্দর

Last Updated: Saturday, March 9, 2013, 14:48

আরও বিপাকে পরলেন বিজেন্দর সিং। সূত্রের খবর ধৃত বক্সার রাম সিং আজ পুলিসের জেরায় জানিয়েছেন তিনি ও বিজেন্দর মাদক ব্যাবসায়ীর কাছ থেকে নিষিদ্ধ ড্রাগ হেরোইন কিনেছিলেন। পুলিসের দাবি রাম সিং স্বীকার করেছেন গত বছরের ডিসেম্বরে তাঁরা বার চার-পাঁচ ড্রাগ ডিলার অনুপ সিং কাহলোনের সঙ্গে এই ব্যাপারে দেখাও করেন। তবে একই সঙ্গে রাম সিং জানিয়েছেন তিনি বা বিজেন্দর কেউই নিয়মিত ড্রাগ নিতে অভ্যস্ত নন।