Last Updated: Friday, June 27, 2014, 23:22
বর্ষা আসতেই শুরু হয়ে গেছে নানান সমস্যা। চুল পড়ার সমস্যা থেকে ত্বকে ইনফেকশনের সমস্যা। সর্দি, কাশি জ্বর রোজকার সমস্যা। মরসুমের সঙ্গে বদলে যায় আমাদের শরীরও। তাই খাওয়াদাওয়ায় কিছু পরিবর্তন আনলে সুস্থ থাকা যায় সব মরসুমেই।