dulal das - Latest News on dulal das| Breaking News in Bengali on 24ghanta.com
মহেশতলা পুর অঞ্চলে বারবার অগ্নিকান্ড, প্রতিবারই অভিযুক্ত চেয়ারম্যান

মহেশতলা পুর অঞ্চলে বারবার অগ্নিকান্ড, প্রতিবারই অভিযুক্ত চেয়ারম্যান

Last Updated: Sunday, March 17, 2013, 10:30

মহেশতলা পুরসভার মোল্লার গেট, সন্তোষপুর সহ সংলগ্ন এলাকা। গত এক বছরে এইসমস্ত জায়গায় বারবার আগুন লাগার ঘটনা ঘটেছে। এই এলাকায় জমির বাজারদর এখন আকাশছোঁয়া। মাথা তুলছে একের পর এক বহুতল। সেকারনেই বারবার আগুন লাগার ঘটনা ঘটানো হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এই কাজের পিছনে দুলাল দাসের পাশাপাশি তাঁর ছেলে দেবাশিস দাসের নামও উঠে আসছে।