durbi - Latest News on durbi| Breaking News in Bengali on 24ghanta.com
ডার্বির জন্য বাগানকে অযথা চাপ দিতে চান না কোচ

ডার্বির জন্য বাগানকে অযথা চাপ দিতে চান না কোচ

Last Updated: Friday, February 28, 2014, 20:49

ডার্বি ম্যাচের আগে ফুটবলারদের শরীরী ভাষাতে সেই আগ্রাসন কোথায়! মরসুমের শেষ ডার্বি ম্যাচ। কোচ করিমেরও মোহনবাগান জার্সিতে সম্ভবত শেষ ডার্বি। কিন্তু মোহনবাগান মাঠে সকালে দলের অনুশীলন তো আর পাঁচটা দিনের মতই। আসলে করিম ডার্বির জন্য বিশেষ অনুশীলন করিয়ে বা ভোক্যাল টনিকে ফুটবলারদের অযথা চাপ বাড়াতে নারাজ। তবে আশা ছাড়েনি ইস্টবেঙ্গল।