Last Updated: Wednesday, February 12, 2014, 08:49
রেল বাজেট পেশের দিনেই দুর্ঘটনার মুখে পড়ল দুরন্ত এক্সপ্রেস। দিল্লি-হাওড়া ডাউন দুরন্ত এক্সপ্রেস বড় দুর্ঘটনা এড়াল। বরাকর ব্রিজ পেরানোর সময় দুর্ঘটনাটি ঘটে। দুরন্ত এক্সপ্রেসটির এয়ার প্রেসার পাইপ খুলে গিয়েছে। এতে একটা কামরার সঙ্গে অন্য কামরার সংঘর্ষ লেগে যেতে পারত। দুর্ঘটনায় ২জন আহত হয়েছেন।