Last Updated: Saturday, November 24, 2012, 22:30
চিনা নাগরকিদের ই-পাসপোর্টে সেদেশের মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে অরুণাচল প্রদেশ ও আকসাই চিনকে। এ ব্যাপারে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। জবাবে বেজিংয়ের ভারতীয় দূতাবাস চিনা নগরিকদের যেসব ভিসা দিয়েছে, তার মানচিত্রে অরুণাচল ও আকসাই চিনকে ভারতীয় ভূখণ্ডেই দেখানো হয়েছে।