earth quake in west - Latest News on earth quake in west | Breaking News in Bengali on 24ghanta.com
জোড়া ভূমিকম্প পশ্চিম ভারতে

জোড়া ভূমিকম্প পশ্চিম ভারতে

Last Updated: Saturday, April 14, 2012, 15:34

পরপর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল। শনিবার সকালে প্রথম ভূমিকম্পটি হয় ৮টা ৫৩ মিনিটে গুজরাতের কচ্ছের রানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। এই কম্পনটির উত্‍সস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৭ কিমি গভীরে।