economic servey 2012 - Latest News on economic servey 2012| Breaking News in Bengali on 24ghanta.com
আর্থিক সমীক্ষা পেশ, আর্থিক বৃদ্ধির হার ৬.৯ শতাংশ

আর্থিক সমীক্ষা পেশ, আর্থিক বৃদ্ধির হার ৬.৯ শতাংশ

Last Updated: Thursday, March 15, 2012, 15:26

আর্থিক বৃদ্ধির হার পূর্ব ঘোষিত লক্ষ্যমাত্রা ছুঁতে পারবে না বলে আগেই জানিয়েছিল কেন্দ্র। বাজেট পেশের আগের দিন বৃহস্পতিবার আর্থিক সমীক্ষাতেও দেখা গেল, ২০১২ আর্থিক বছরে দেশের মোট জাতীয় উত্পাদন বৃদ্ধির হার ৬.৯ শতাংশ।