Last Updated: Saturday, October 27, 2012, 09:17
আজ মুসলিমদের পবিত্র ইদ উল আজাহা উত্সব। এই উপলক্ষ্যে রেড রোডে নমাজের ব্যবস্থা করা হয়েছে। নমাজ পাঠে অংশ নিয়েছেন কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ভুক্ত
মানুষ। এছাড়াও খিদিরপুর, গার্ডেনরিচ, আনোয়ারশাহ রোডের কাছে মানুষ নামাজ পাঠে অংশগ্রহণ করেছেন।