Last Updated: Tuesday, April 17, 2012, 15:26
ঠিক এক বছর আগে শক্তিশালী জনলোকপাল বিলের দাবিতে আন্না হাজারের অনশন কর্মসূচিতে বিপুল সংখ্যক দিল্লিবাসীর স্বতস্ফূর্ত যোগদানই বুঝিয়ে দিয়েছিল জাতীয় রাজধানী অঞ্চলে রাজনৈতিক কর্তৃত্ব হারাচ্ছে কংগ্রেস। দিল্লি নগর নিগম-এর অন্তর্গত নবগঠিত তিন পুরসভার দখল ধরে রেখে ফের সেই রাজনৈতিক সমীকরণটাই ফের একবার স্পষ্ট করে দিল বিজেপি।