Last Updated: Sunday, March 23, 2014, 19:24
বক্সার জঙ্গলে হাতির দাঁত-সহ মাথার একটি অংশ কেটে নিয়ে গেল চোরা শিকারীরা। গতকাল দক্ষিণ দমনপুর রেঞ্জের জঙ্গল থেকে হাতিটির ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করা হয়েছে। যে ভাবে হাতিটিকে মারা হয়েছে, তাতে সন্দেহ করা হচ্ছে, উত্তর-পূর্ব ভারতে সক্রিয় আন্তঃরাজ্য চোরা শিকারীরাই এ কাজ করেছে। চোরা শিকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে বনদফতর। তদন্তে সিআইডির সাহায্যও চাওয়া হতে পারে।